প্রতিরাতে ঘুম ভেঙে ঋতু চুপ করে শোনে ঘুণপোকাদের ক্রমশ কাঠের আরও গভীরে ঢুকে যাওয়ার শব্দ । সুচিত্রা বসু কি সত্যিই চাইছিলেন অদিতির জীবনটা তছনছ করে দিতে ? প্রতীককে পিছনে লাথি মেরে ফ্ল্যাট থেকে বের করে দেবে ঠিক করে ফেলেছিল পায়েল। কিন্তু পারল না তো! নির্জন পার্কে, রাস্তায় নিরীহ মানুষকে খুন করছিল কে ? ঋতু, পায়েল, প্রতীক, রমাপদ, বনি কিংবা লক্ষ্মী, কানাই, রোশনি, পিয়ারীবাঈ....আমাদের চারপাশের মানুষ। জীবন মানেই ক্যালাইডোস্কোপ। প্রতিবার হাত ঘোরালেই নতুন নতুন নকশা। প্রেম, প্রতিশোধ, রাগ, অভিমান, মায়া, হিংসা সব মিলেমিশে জমজমাট বাঁচা। চেনা-চেনা জীবন ছেনে অচেনা অনুভূতি সৃষ্টির চেষ্টাই, ঘুণপোকার শব্দ। প্রাপ্তবয়স্কদের জন্য মনের সবকটি স্বাদকোরক ছুঁয়ে যাওয়া তেরোটি অন্যরকম গল্পের সম্ভার।
