২০১৮ সালে আমরা একটা বেশ লম্বা ইংল্যান্ড ট্যুরে গেছিলাম। পিসিমণি মানে আমার পিসিশাশুড়ি বহু বছর ধরেই ইংল্যান্ডের বাসিন্দা। থাকেন লন্ডনের কাছে রেইডিং নামের একটা ছোট্ট জায়গায়। বহুবার বলা সত্ত্বেও তাঁর বাড়ি কখনও যাওয়া হয়নি বলে এবার ঠিক ছিল অন্তত চার-পাঁচদিন তাঁর কাছেই কাটাবো। পিসিমণি আমাদের জন্য নানারকম ট্যুর প্ল্যান করে রেখেছিলেন। তার মধ্যে অক্সফোর্ড বেড়ানো, উইন্ডসর কাসল্ দেখা ছিল। কিন্তু কথা বলতে বলতে জানা গেল খুব কাছেই নাকি জেন অস্টেনের বাড়ি আছে। ব্যাস অমনি আমি লাফিয়ে উঠলাম। প্রাইড অ্যান্ড প্রেজুডিস তেমন পছন্দ হয়নি কিন্তু স্নাতকোত্তরে এমা পড়ে জেন অস্টেনকে অন্যভাবে জেনেছিলাম।অতএব যাওয়া হল। হ্যাম্পশায়ারের অলটনের কাছে চাওটন গ্রামে একটা ছোট্ট বাড়িতে থাকতেন জেন অস্টেন। সেই বাড়িতে এখন মিউজিয়াম হয়েছে। তাঁর ব্যবহৃত জিনিসপত্র সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে সেখানে। এই বাড়িতে বসেই তিনি লিখেছিলেন তাঁর ছটি প্রিয় উপন্যাস। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল, জেন অস্টেনের পিয়ানোটি এখনও সচল। আমার মেয়ে সেটি রীতমতো বাজিয়েও ফেলল। বাড়ির লাগোয়া বাগান। সেখানে বড় গাছ যেমন আছে তেমনি টিউলিপও ফুটেছিল অনেক। পুরো বাড়ি, বাগান, লেখিকার ব্যবহারের প্রতিটি জিনিস এমন চমৎকারভাবে গুছিয়ে রাখা যে দেখে মন জুড়িয়ে গেছিল।