আর্থার কোনান ডয়েল লিখেছিলেন শার্লক হোমস থাকেন লন্ডনের বেকার স্ট্রিটে। তাঁর বাড়ির ঠিকানা ২২১ বি বেকার স্ট্রিট। যেমন সত্যজিৎ রায় বলে গেছেন ফেলুদার ঠিকানা কলকাতার ২১ নম্বর রজনী সেন রোড। কিন্তু ফেলুদা তো আর রক্তমাংসের মানুষ নন, সত্যজিতের বানানো গোয়েন্দা চরিত্র। তাই ২১ নম্বর রজনী সেন রোডের চেহারাটা কেমন, সেখানে কে থাকেন সে সম্বন্ধে আমাদের কোনও ধারণা নেই। কিন্তু বেকার স্ট্রিটে শার্লক হোমসের বাড়ি আছে। আসলে বাড়ি তো আর থাকা সম্ভব নয় কিন্তু শার্লক হোমস মিউজিয়ামের ঠিকানা ২২১বি বেকার স্ট্রিট। ২০১৫ সালে ইংল্যান্ড বেড়াতে গিয়ে দেখতে গেছিলাম সেই জাদুঘর। সে ভারি মজার জায়গা। কোনান ডয়েল শার্লক হোমস যে ধরনের জিনিসপত্র ব্যবহার করতেন, তার যা বর্ণনা দিয়েছেন সেরকম সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। আমার কন্যা তো টুপি মাথায় দিয়ে ছড়ি হাতে ছবিই তুলে ফেলল। রয়েছে বেশ কয়েকটা পোস্টার যেগুলোও শার্লক হোমসের গল্প থেকে নেওয়া।বাড়ির কাছেই একটা বেশ বড় মূর্তি রয়েছে হোমসের। বাড়ির গেটে মুখে পাইপ ধরা হোমসের ছবি। সবমিলিয়ে একটা বেশ জমজমাট ব্যাপার। সব দেখেশুনে আমার মনে হচ্ছিল ফেলু মিত্তিরকে নিয়ে আমরাও তো এরকম একটা চিন্তা-ভাবনা করতে পারি। কলকাতার ট্যুরিস্ট স্পটের তালিকায় তাহলে একটা নতুন নাম যোগ হবে।