২০১৯ সালে আমরা গেছিলাম ইংল্যান্ড-স্কটল্যান্ড বেড়াতে। ড্যাফোডিলস কবিতাটি পড়ার পর থেকেই ওয়ার্ডসওয়ার্থ আমার প্রিয় কবি। তাই ইংল্যান্ড বেড়াতে যাব অথচ কবির বাড়ি দেখতে যাবো না এ তো আর হতে পারে না। ট্যুর প্রোগ্রামের মধ্যে তাই ডাভ কটেজ ছিলই।  ইংল্যান্ডের লেক-ডিস্ট্রিক্ট-এ ওয়ার্ডসওয়ার্থের বাড়ি। বাড়িটির নাম ডাভ কটেজ। ভারী সুন্দর ছোট্ট পাথরের বাড়ি। পিছন দিকে বাগান। কবির ব্যবহৃত জিনিসপত্র, খাট-বিছানা সবই সযত্নে রাখা আছে সেখানে। তিনি যে খুব অর্থবান ছিলেন না সেটা বাড়ি দেখলেও বোঝা যায়। নিচের তলায় বাচ্চাদের ঘরে শীতের হাত থেকে বাঁচতে চারদিকের দেওয়ালে পুরু করে খবরের কাগজ লাগানো। কিন্তু সর্বত্র একটা সুন্দর রুচির ছাপ। এই বাড়িতে বসেই তিনি লিখেছিলেন ড্যাফোডিলস্ কবিতাটি এবং দ্য প্রিলিউড-এর মতো আরও অনেক বিখ্যাত কবিতা। লেক ডিস্ট্রিক্ট এককথায় ছবির মতো সুন্দর। চারিদিকে নরম সবুজ ঘাসে ঢাকা মাঠ। সেখানে কখনও সূর্যের আলো ঝলমল করছে। কখনও আবার ঘন ছাইরঙা মেঘের দলবল নেমে আসছে। মাঠে চরে বেড়াচ্ছে অজস্র ভেড়া। আমার দেখে মনে হয়েছিল একজন রোম্যান্টিক কবির কল্পনার বিস্তারের জন্য এমন জায়গাই বোধহয় জরুরি। সেজন্যই হয়তো ওয়ার্ডসওয়ার্থ এই লেক ডিস্ট্রিক্ট-এ ঘর বেঁধেছিলেন।


Click on an image to Zoom