দীপান্বিতা রায় ২০২৪-এর বাল সাহিত্য অকাদেমি পুরস্কারের প্রাপক। শিশু সাহিত্যের জন্য কেন্দ্রীয় সরকারের এই পুরস্কার দেয় সাহিত্য অকাদেমি। দীপান্বিতা রায় আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর বই, মহীদাদুর অ্যান্টিডোট-এর জন্য এই পুরস্কার পেয়েছেন। লখনউতে আয়োজিত এক মনোজ্ঞ অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

কিশোর সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০২৪ সালে দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কারে ভূষিত করা হয় দীপান্বিতা রায়কে। পত্রভারতী প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের নামাঙ্কিত এই পুরস্কার দেওয়া হয় পত্রভারতীর প্রকাশনার তরফে। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক বিশেষ অনুষ্ঠানে দীপান্বিতার হাতে পুরস্কার তুলে দেন কিংবদন্তী লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন আরও বহু বিশিষ্ট সাহিত্যিক এবং গুণীজনরা।

ভূমধ্যসাগর পত্রিকা আয়োজিত সাধনা সেন পুরস্কার দীপান্বিতা রায় পান ২০২৩ সালে। প্রাপ্তবয়স্কদের জন্য ব্যতিক্রমী লেখা যাঁরা লেখেন তাঁদেরকেই দেওয়া হয় সাধনা সেন পুরস্কার। আসানসোলে এক মনোজ্ঞ অনুষ্ঠানে দীপান্বিতার হাতে পুরস্কার তুলেন প্রথিতযশা লেখিকা জয়া মিত্র। উপস্থিত ছিলেন আরও অনেক বিশিষ্ট সাহিত্যিকরাও।

মিত্র ঘোষ প্রকাশনা সংস্থার তরফে দেওয়া হয় গজেন্দ্র কুমার মিত্র সুমথনাথ ঘোষ স্মৃতি পুরস্কার। ২০২১ সালে প্রাপ্তবয়স্কদের সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য এই পুরস্কারটি দেওয়া হয় দীপান্বিতা রায়কে। পুরস্কার তুলে দেন সংস্থার অন্যতম কর্ণধার মণীশ গুপ্ত। উপস্থিত ছিলেন সাম্প্রতিক কালের বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত এবং সংস্থার অপর কর্ণধার সবিতেন্দ্রনাথ রায়।

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপেন্দ্রকিশোর রায়চৌধুরী পুরস্কার দীপান্বিতা রায় পেয়েছিলেন ২০১৭ সালে। শিশু সাহিত্যের জন্য নির্দিষ্ট এই পুরস্কারটি দেওয়া হয় শিশু কিশোর অকাদেমির তরফে। দীপান্বিতা রায় শিশু সাহিত্য সংসদ থেকে প্রকাশিত তাঁর বই সোনালি রুপোলি রূপকথা-র জন্য এই পুরস্কারটি পান। নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত একটি মনোজ্ঞ অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের তৎকালীন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

পুরস্কার অনুষ্ঠানের ফোটো গ্যালারি