দুষ্টু রাজার ঘুম হয় না রাত্তিরে। কোথায় পেল ঘুমের ওষুধ ? রাজকন্যার মুখে কিছু রোচে না। মালির মেয়ে তার জন্য নিয়ে এল কী খাবার জানো ? কেমন করে সিংহাসনে বসল গরীব চাষীর মেয়ে কৃষ্ণকলি ? রূপোলি্ পাহাড়ে গোলাপি ফুলের গাছ আনতে গেছিল কে ? এসব জানতে হলে পড়তেই হবে মন ভালো করা গল্পের সংকলন সোনালি-রূপোলি রূপকথা। ৮-১২ বছরের ছোটদের জন্য।
