তারাদের ছোট্ট মেয়ের চাই রঙিন জামা। কিন্তু চাঁদের বুড়ি তার চরকায় শুধুই সাদা রঙের সুতো কাটে, রঙিন সুতো পাবে কোথায় ? তাহলে কি ছোট্ট মেয়ের রঙিন জামা পরা হবে না ! কোথা থেকে রং যোগাড় করল চাঁদের বুড়ি জানার জন্য পড়তে হবে রঙের ঠিকানা। ফুলেদের ঝগড়া, শুঁয়োপোকার সমস্যা এরকম সব দারুণ জমজমাট গল্পের সংকলন রঙের ঠিকানা । ৮-১২ বছরের ছোটদের জন্য।
