তাঁকে দেশনায়ক বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নেতাজির নানা কর্মকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। কিন্তু তবু সবকিছুকে ছাপিয়ে মানুষ মনে রেখেছে তাঁর মাতৃভূমির জন্য আত্মত্যাগ, ভালোবাসা। নেতাজির স্বদেশভাবনার ছোট ছোট হীরকখণ্ড নিয়েই তৈরি হয়েছে দেশনায়ক বইটি। চেষ্টা হয়েছে তাঁর ভাবনাগুলিকে একটি সূত্রে গেঁথে দেওয়ার।
