জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির জানলার ধারে বসে থাকতেন বালক রবীন্দ্রনাথ। স্কুলে যেতে ভালো লাগত না। বাড়িতেই আসতেন মাস্টারমশাই। শুধু বইয়ের পড়াশোনা নয়, সঙ্গে গান, কুস্তি, বিজ্ঞান চর্চা আরও কত কিছু। বাবার সঙ্গে গেলেন হিমালয়ে। বড় হয়ে পেলেন শিলাইদহে জমিদারি দেখাশোনার ভার। তারপর ১৯০১ সালের ২২ ডিসেম্বর শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করলেন ব্রহ্মবিদ্যালয়। জোড়াসাঁকো থেকে শান্তিনিকেতন রবীন্দ্রনাথের এই যাত্রাপথ নিয়েই রবিকথা। ১০-১৪ বছরের ছোটদের জন্য।
