গরমের ছুটিতে রেনো আর বেটো গেছিল দার্জিলিঙে নীলুদাদুর বাড়ি। সেখানেই তাদের আলাপ হয় রাধারমণ বোসের সঙ্গে। অভিজাত মানুষ রাধারমণ নিজের বাড়িতে তৈরি করেন সুগন্ধি। এদিকে বন বিভাগের অফিসার মল্লার বোস খুঁজে বেড়াচ্ছে চোরাকারবারীদের চক্র যার ছদ্মনাম রেড ড্রাগন। রেনো আর বেটো এবার জড়িয়ে পড়বে নতুন কোন রহস্যের জালে ? গা ছমছমে উত্তেজনার উপন্যাস রেড ড্রাগন। ১২ থেকে ১৮ বছরের পড়ুয়াদের জন্য।
