সাধন মল্লিক বুড়ো হয়েছেন। ছেলে-মেয়েরা সব নানাদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তাই ঠিক করেছেন রতনপুরের বিশাল বাড়ি এবার বিক্রি করে দেবেন। শেষবারের মতো তাই বড়দিনের ছুটিতে রতনপুরে এসেছে মল্লিকবাড়ির ছেলে-মেয়ে নাতি-নাতনিরা। কিন্তু এই বিশাল বাড়িতে তো লুকোনো আছে গুপ্তধন। তার কী হবে ? সংকেত রহস্য উদ্ধার করবে কে ? এই বইয়ে কর্পূরকাঠের বাক্স ছাড়াও আছে পাঁচটি গল্প।১০ থেকে ১৫ বছরের পড়ুয়াদের জন্য।
