জুরান্তির কুলি বস্তির ছেলে কমল। ফাদার জোনাথনের ইস্কুলে ভর্তি হয়ে সে পেল এক নতুন পথের সন্ধান। সেই পথ বেয়ে আরও অনেককে পিছনে ফেলে একসময় সে পৌঁছল সাফল্যের দরজায়। সেদিন তাকে অভিনন্দন জানাতে ঝলমলিয়ে উঠল কাঞ্চনজঙ্ঘা। কমলের সুরেলা সফর নিয়েই উপন্যাস উত্তরবঙ্গের প্রেক্ষাপটে লেখা উপন্যাস সুরের কমল। ১০ থেকে ১৫ বছরের পড়ুয়াদের জন্য।
