নতুন জেলাশাসক এসেছেন মুর্শিদাবাদে। হঠাৎ একদিন সকালে তার হুকুমে সারগাছি গ্রাম থেকে সপরিবারে নিজামুদ্দিনকে তুলে এনে পুলিশ সোজা হাজির করল ম্যাজিস্ট্রেটের বাংলোয়। কে এই জেলাশাসক ? কেন হঠাৎ তলব করা হল নিজামুদ্দিনকে ? এক গরিব মেয়ের দিগ্বিজয়ের গল্প, আঁধারে মানিক জ্বলে। এছাড়াও বইয়ে আছে আরও ছটি গল্প। ১০ থেকে ১৫ বছরের পড়ুয়াদের জন্য।
