রেনোর বড়মামা মোহিত গুপ্তের অসুস্থ। তাঁকে স্লো পয়জিনিং করা হচ্ছে। শরীরে ঢুকছে মারকিউরি বিষ। কীভাবে এটা হচ্ছে বুঝতে মামারবাড়িতে এসে হাজির হয় রেনো আর বেটো। তারপর পরতে পরতে খুলতে থাকে রহস্যের জাল। জানা যায় গুপ্তবাড়ির অনেক গোপন তথ্য। কিন্তু রেনো-বেটো কি পারবে বড়মার বাক্সের চাবি খুঁজে বার করতে ? টানটান উত্তেজনা আর রোমাঞ্চে ভরা উপন্যাস বড়মার বাক্স। ১২ থেকে ১৮ বছরের পড়ুয়াদের জন্য।
