টুটুল ভেবেছিল নীল টিয়া যদি দেখতে পায়, তাহলে তার কাছে সে চাইবে যেন তার বাবা ফিরে আসে। কিন্তু সত্যিই যেদিন তাদের আমলকি গাছে এসে বসল নীল টিয়া, সেদিন কি টুটুল তার বাবার কথা বলতে পারল ? কী চুরি করেছিল দিবাকর যে ধরা পড়ার পর মণিশঙ্করবাবুর মত কড়া ডিরেক্টরও তাকে শাস্তি দিতে পারলেন না ? মালতীর ঠাকুমার বকুনি শুনে কেন হাউমাউ করে কেঁদে উঠেছিল আনোয়ার চাচা ? জানতে হলে আর তারামণি, বিট্টু, কুলসুম, লক্ষ্মীমাসিদের সঙ্গে ভাব-সাব করতে হলে পড়তে হবে নীল টিয়া। এক ডজন গল্পের সংকলন। ১২-১৬ বছরের পড়ুয়াদের জন্য।
