হীরক রাজার দেশে ছবিতে আমরা জেনেছি গুপী আর বাঘার একখান করে পোলাপান আছে। তবে তখনও তারা ছোট। কথা ফোটেনি। কিন্তু তারপরে তো অনেক বছর কেটে গেছে। সেই ছেলেরা বড় হয়ে গেছে। তারা এখন দুই রাজপুত্র তিলকচন্দ্র ওরফে তিলু আর পরাণচন্দ্র ওরফে পানা। কিন্তু গুপী-বাঘার ছেলে তো আর ঘরে বসে থাকার পাত্তর নয়। তারাও বেড়িয়ে পড়েছে দেশ-বিদেশ ঘুরতে। তাদের সঙ্গে কি দেখা হয়েছে ভূতের রাজার ? তারাও কি কোনও বর পেয়েছে ? তিলু-পানার নানা অ্যাডভেঞ্চার নিয়েই, গুপী বাঘার পোলাপানের চারকাণ্ড। ১০ থেকে ১৬ বছরের পড়ুয়াদের জন্য।
